লেখকঃ সমুদ্র জিৎ সাহা
কিছুদিন আগে মাদারগাস্কারে বিজ্ঞানীরা কিছু ফসিল খুজে পান যেগুলো এনালাইসিস করে জানা যায় এরা ৬৬ মিলিয়ন বছর আগের কোন ম্যামাল/স্তন্যপায়ীর ফসিল। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের এবং তথাকথিত “সাইন্স ব্লগ সাইট” এর বেশ মাতামাতি দেখা যাচ্ছে। অনেকেই বলছেন বিবর্তন তত্ত্বকে ভুল প্রমান করেছে, ম্যামালদের বিবর্তন ট্রি কে ভুল প্রমান করেছে হ্যান ত্যান। আসলে কী?
প্রথমের যা পাওয়া গেছে তার কথা বলি, ৩ কেজি ভর বিশিস্ট এক স্তন্যপায়ী প্রানী। পরীক্ষা করে দেখা গেছে এরা ৬৬ মিলিয়ন বছর আগের, অর্থাৎ ক্রেটাসিয়াস যুগের প্রানী। যেসময় বিশাল বিশাল ডাইনোসর চরে বেড়াত, খুব বিখ্যাত একটার নাম টি-রেক্স, যাকে আমরা সবাই চিনি। এসব ম্যামাল টি-রেক্স টাইপ বড় ডাইনোসরদের ডিম খেয়ে বা ছোট ইদুর টাইপের প্রানী খেয়ে বাচত।
ট্রায়াসিক (২২০ মিলিয়ন বছর আগে) যুগেই ম্যামালদের অস্তিত্ব ছিল, এরকম ইদুর-বেজি টাইপের ছোট-মিডিয়াম ম্যামাল। ডাইনোসরদের থেকে লুকিয়ে, পালিয়ে ঠিকই বেঁচে ছিল। জুরাসিকেও এদের অস্তিত্ব ছিল। ক্রেটাসিয়াসেও ছিল। বিভিন্ন কারনে বারবার বিশাল ডাইনোসররা মারা গেলেও, ২৫ কেজির নিচের সব প্রানীর সাথে ম্যামালরাও বেঁচে যায় । এবং এদের থেকেই আমরা, সকল স্তন্যপায়ী প্রানীরা এসেছি।
৮৮ মিলিয়ন বছর আগে মাদাগাস্কার সব মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে একটি দ্বীপে পরিনত হয়। মাদাগাস্কার একটা মিনিয়েচার পৃথিবীর মত। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও বড় দ্বীপগুলোর একটা। বিভিন্ন অদ্ভূত সব প্রানীর বসবাস এখানে যার ৮০ ভাগই পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায়না।
এখন আসি মূল কথায়, বিভিন্ন ফালতু নিউজ পোর্টালের দাবী ম্যামালদের এভুলুশন ট্রি-তে এই প্রানীর আবিষ্কার ভাংগন ধরিয়েছে
যেমনঃ https://news.sky.com/story/ancient-crazy-beast-which-broke-evolutionary-rules-for-mammals-discovered-11981024
অনেকে এর বেশ ওজন (৩ কেজি) জন্য এরকম কথা বলছিল। কিন্তু ক্রেটাসিয়াস যুগে Repenomamus নামের ১২-১৪ কেজি ওজনের ম্যামালও পাওয়া গেছে। এটা অস্বাভাবিক না।
https://simple.wikipedia.org/wiki/Repenomamus
এছাড়াও, এই নতুন আবিষ্কৃত ম্যামালের সাইন্টিফিক রিসার্স পেপারেও বিবর্তনের বিপক্ষে গেছে এই টাইপ কোন কথা লেখেনি। লিংকঃ
https://www.nature.com/articles/s41586-020-2234-8.epdf?sharing_token=-7pUJTw9pypW0HVUkmHf9NRgN0jAjWel9jnR3ZoTv0P0a1LaQp64dKU-i3JaxDq4qlq0FYPge3_VNy29g22ISWXhQBJfUrL6oJ5zVZw_hX7j7emZgG8jlHpWs0hMVREgwjMNjIsMLz30GlTABWoQePmcPeNtPD9Ye1ToNeRFfeMeijd0DGE0-W185VeR1gFTowN5lglzNh90yamMrl5vItJSQMrE6txiqPTXDvb05by02VSePpXDyL4ZXZ_mxS25sIQwbakR1kBkq1K41JoAkitTytpD6U9tBjZO-uqvDQ3XOKAHyDsBAE3VSzW_8ssn9gcpAfJuLBxyU2PWreuygA%3D%3D&tracking_referrer=news.mongabay.com&fbclid=IwAR35BbNzZpERxo3rl7zcvcqoL19kAsEp4Lv_IyuFEnTGfe7E3sfZkJU1So8
সুতরাং, অযথা ফালতু সাংবাদিকদের “ক্লিক বেইট” টাইটেল যুক্ত লেখা পরে লাফাবেন না।
সমুদ্র জিৎ সাহা,
ব্যাঙের ছাতার বিজ্ঞান।