লেখকঃ আবু রায়হান
আচ্ছা,
কি এমন মহান কামাই করে যে এত চিল্লাতে হয় গলা ছেড়ে দিয়ে❓
===========
বাড়ির মুরগিগুলো কয়টা দিন ধরে খুব জ্বালাচ্ছে।ডিম পেরে কানের পোকা বের করে ফেলে।
মুরগিরে কইলাম, ''কি এত কামাই করস্ হালা যে এভাবে চিল্লাচিল্লি করে কানের বারোটা বাজাতে হয়?
তোদের আর ডিম পারতে হবে না।মাফ চাই বাপেরা। ডিম পারিস্ না,ডিম চাইনা। তবুও চিল্লাচিল্লি করিস না হালারা'।
তারপর দেখলাম এদের রিকুয়েস্ট করা আর হাত দিয়ে হাতি ঠেলা একই কথা।তারপর সেই দুক্খের ফাঁকে ফাঁকে গবেষণা করে ফেললাম কেন এই
'মুরগির বাচ্চা মুরগি' ডিম পারার পর কেন এত চিল্লাচিল্লি করে সেটা।
সবচেয়ে কষ্ট লাগলো জেনে যে
এ চিল্লাচিল্লিকে কিন্তু Egg Song বলা হয়)কানের পোকা বের করে আর তার নাম দিছে Song (গাহান)
তারপর দুক্খ ভারাক্রান্ত মন দিয়ে
দেখলাম এটা নিয়ে হালকা পাতলা গবেষণাও আবার হয়েছে।তবে সবই #হাইপোথিসিস টাইপ আর কি।
বেশিরভাগ ক্ষেত্রেই ধারণা হচ্ছে --
*মুরগি তার শিকার কে distracted করতে চাচ্ছে,
*তার পালের সহমুরগিদের তার অবস্থান জানাতে চাচ্ছে,
*মোরগ কে তার অবস্থান জানাতে চাচ্ছে/আকর্ষিত করতে চাচ্ছে।
আরেকটু আলোচনায় ডুকি--
#সকল_মুরগি_কি_এমন_চিল্লায়?
না সকল মুরগি এত অভদ্র না।কিছু ভদ্রও আছে।আবার কিছু জাতের মুরগি আরো বড় খাটাশ জাতের।
আসলে সকল জাতের মুরগি এমন চেঁচামিচি করে না বা কিছু মুরগি অনেক বেশিই শব্দ করে থাকে।
★Polish hens, easter eggers এবং Cornish hens -এসব খু্ব উচ্চশব্দকারী মুরগির জাত।
★অপরদিকে Bantam, Buff Orpington, বা, Rhode Island Red এগুলো বেশ শান্ত স্বভাবী শব্দ করার ক্ষেত্রে।
▶ডিম পারার পর এরূপ তীব্র শব্দ করার কারণগুলো জেনে নেই-
1.Communal_Nest-
একটা বিষয় জানা দরকার মুরগি প্রায়ই একই নেস্টে ডিম পারে যতক্ষণ পর্যন্ত আরেক মুরগি সেখানে ডিম পারার সিদ্ধান্ত না নেয়।
এ শব্দটা ডিম পারার জায়গাটা এখন available এটা বুঝাতেও ব্যবহৃত হতে পারে।আরেকটি ডিম পারার জনের জায়গাটা এখন available.
পিঁপড়েদের মত বন্য মুরগিদের মধ্যেও সামাজিক প্রথা আছে।তাদের আছে communal nest।
ডিম পেরে জানাতে পারে যে তার নেস্ট এখন ফ্রি।অন্যরা চাইলে তা ব্যবহার করতে পারে।
2.আমার_মতে:
মুরগি তার নতুন পাড়া ডিমকে সেইফ রাখতে চায়।
তার ডিমের কথা জানায়। সে জানায় সে ডিম পেরেছে।সে এখন একটু দূরে বাইরে ঘুরতে যাবে,আর কত বসে থাকা যায় এভাবে, কিছু ত খেতে হবে তাই।'আমি ডিম পেরে গেলাম।সাবধান শয়তানেরা (মুরগির শত্রু ডিমখাদক) যেন না আসে আশেপাশে ।সাবধান।সাবধান দলের সদস্যরা।একটু নজর রাখিস তোরা বাসাটার দিকে।আমি একটু খেয়ে দেয়ে আসি ও মোরগের সাথে প্রেম করতে যাই।
কেমন হলো আমার হাইপোথিসিস?🙃
(আজ থেকে আমি Hen Researcher ওরফে মুরগি গবেষক)
3. Pride - বাচ্চা প্রসব করা নারীজাতির মাঝে যেমন কোনো নারীর জন্যে গর্বের ও সম্মানের বিষয় হিসেবে পরিগণিত হয় তেমন কিছুটা মুরগিসমাজেও (Flock)
সে বলতে চায় সে ডিম পারতেছে এবং ডিম উৎপাদন করতেছে।সো,তাকে সম্মান দিয়ে কথা বলবে।
নিউবর্ন বেবিকে যেমন নতুন মায়েরা গর্ব করে বাচ্চার ছবি বা চেহারা যেমন পরিচিতদের কাছে জানাতে চায়,দেখাতে চায় তেমন আর কি।
4. Location - সে তার দলের সদস্যদের জানাতে চায় সে কোথায় আছে।এখন হয়তো আমরা বাড়িতে মুরগি পালন করি।কিন্তু মুরগি ত একটা সময় বন্য মুরগি হিসেবে থাকতো।এখনো আছে বন্য মুরগি। তখন খাবারের সন্ধানে মুরগির দল এখানে সেখানে চলে যেতো আর যে মুরগি ডিম পারায় বিজি থাকতো সে দল থেকে distractedহয়ে পড়তো। ফলে তার দলের সদস্যদের তাকে খুঁজে পেতে লোকেশন ফাইন্ডার হিসেবে শব্দ করে থাকে।
যেন তার শব্দ শুনে অন্য কোনো মুরগি সাড়া দেয়,এবং তার দল খুঁজে পাওয়া সহজ হয়।
মুরগির ত তার দলের সাথে পুনরায় মেশা প্রয়োজন তাই না? নতুবা শিকারের হাতে ধরা পরার সমূহ ঝুঁকি বেড়ে যায়।
এটা তার সঙ্গিদের জন্যে একধরণের 'লোকেশন সিগন্যাল' যার দ্বারা সে অন্যান্য মুরগিদের জানাতে পারে তার নেস্ট টা কোথায়।
তাছাড়া মালিকের পক্ষে এ শব্দটা খাঁচাবিহীন ছাড়া মুরগিকে খুঁজে পেতেও বেশ হেল্পফুল এবং ডিম পারলো না কি না পারলো সেটা বুঝতেও সাহায্য করে।
5. Distraction -
সে হয়তো তার শিকার যারা তার ডিম দখল করতে চায় তাদের বোকা বানাতে চায়।ডিম পারার জায়গা থেকে দূরে সরে শব্দ করে সে শিকারদের বিভ্রান্ত করতে চায়।প্রকৃত ডিম পারার জায়গা যেন না খুঁজে পায় বা বিভ্রান্ত হয় সেটা হয়তো চায়।আপনি যদি মুরগির শব্দ শুনে তার গুপ্ত বাসা খুঁজতে চান তবে তা এতচা সহজ নয়।যেখানে দাঁড়িয়ে শব্দ করতেছে সেটা প্রকৃত জায়গা নয়।কিন্তু আপনি ঠিকই শব্দ শুনে ডিমের খুঁজে সেখানে যাবেন।তারপর দেখবেন 'ফক্কা'
অথবা জানাতে চায় সে এখনো ডিম পারতেছে।জায়গাটা এখনো ব্যবহার করার মত নয়।
6. Future Mating -
এরূপ শব্দ তার সঙ্গি মোরগের আনুুকল্য পাওয়ার জন্যে লোকেশন ফাইন্ডার রূপেও শব্দটা ব্যবহৃত হতে পারে।
মানে 'আমি এখানে, তুমি কই?'
শব্দটার কারণ হতে পারে মোরগকে আকৃষ্ট করা যাতে future mating (প্রজনন)সাকসেকসফুল হয়।
ডিম পারার সময়টা মুরগির জন্যে সবচেয়ে উর্বর মৌসুম।ডিম খালি পারলে তো হবে না, নিষেক ঘটিয়ে ডিম্বানু(ডিম)কে বাচ্চায় পরিণত করতে চাইলে ত মোরগের জননকোষেরও দরকার রয়েছে তাই না?তা না হলে তো অনিষিক্ত ডিম উৎপন্ন হবে।
খেয়াল করলে দেখা যায় মুরগির শব্দে মোরগও শব্দ উৎপন্ন করে রেসপন্স দেয় এবং প্রজনন ক্রিয়া সম্পাদন করে।
মোরগকে সাধারণত মুরগির শব্দ শুনে সাড়া পেয়ে, লোকেশন সিগন্যাল পেয়ে জৈবিক তারণায় মুরগির কাছে আসতে দেখা যায়।
----
প্রকৃতপক্ষে এরূপ শব্দের কারণ সম্বন্ধে তখনই ১০০%কনফার্মলি বলা যাবে কিছু যখন আমরা আধুনিক প্রজন্মের মুরগিরগুলোর পূর্ববর্তী জাত বংশ সম্বন্ধে পর্যাপ্ত স্টাডি হবে। তবে শব্দের পেছনে দায় হিসেব উপরের কারণগুলোর যে কোনো একটা বা দুইটা কারণ জড়িত তার সম্ভাবনাই বেশি।
Sources:
1.
https://pekinbantams.org/why-do-hens-squawk-and-cluck-after-laying-eggs.html
2.
https://chickenandchicksinfo.com/why-do-chickens-squawk-after-laying-an-egg/
আবু রায়হান,
ব্যাঙের ছাতার বিজ্ঞান